ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি ট্রেন দুর্ঘটনায় ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে যাত্রীদের জট দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা দরকার। যাত্রীদের সাহায্যে তাই ঝাঁপিয়ে পড়েছে রেড ভলান্টিয়াররা। উদ্ধার কাজ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা হাসপাতালে ভর্তি করতে আহতদের পরিজনদের সাহায্য করার পাশাপাশি রক্তদান সব কিছুতেই কাজ করছে রেড ভলান্টিয়াররা। সিপিআই(এম) ময়নাগুড়ি এরিয়া কমিটির সেক্রেটারি অপূর্ব রায় নিজে রয়েছেন ঘটনাস্থলে। দেওয়া হয়েছে তার ফোন নম্বর সহ যে সমস্ত রেড ভলান্টিয়াররা কাজ করছে তাদের সকলের নম্বর। 

রক্তের অভাবে যেন চিকিৎসা থমকে না থাকে সে কারনে শুক্রবার অর্থাৎ ১৪.০১.২০২২ তারিখ ডিওয়াইএফআই মেডিক্যাল কলেজের সামনে রক্তদান শিবিরের আয়োজন করেছে। 

সিপিআইএম ময়নাগুড়ি এরিয়া কমিটির সেক্রেটারি অপূর্ব রায় এর যোগাযোগ  8250938474. বিষয়টি নিয়ে ইতিমধ্যে টুইট করে জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য্য মিশ্র। 

রেড ভলেন্টিয়ারদের যোগাযোগ নম্বর 

62962 26502 শুভম সাহা 

89023 77103 অনুভব দে

96354 03905 উৎসা চৌধুরী 

93827 36754 সৌভিক ঘোষ 

7980919930 সৌহার্দ্য দেব

Source- Ganashakti