ভোট লুট করে কলকাতা পৌরসভা নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলাফল অনুযায়ী ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি আসন পেয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি আসনের মধ্যে বামফ্রন্ট পেয়েছে ২টি, কংগ্রেস ২, বিজেপি ৩ ও অন্যান্যরা ৩টি আসন পেয়েছে। তবে ভোট শতাংশে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট। ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে বামেরা ১৩টি ওয়ার্ডে জিতলেও ভোট শতাংশে তৃতীয় স্থানে ছিল। লোকসভা ও বিধানসভা নির্বাচনে সেই ধারাটাই বজায় ছিল। 

নির্বাচনের ফলাফল অনুযায়ী ৭১% ভোট পেয়েছে তৃণমূল, বামেরা পেয়েছে ১১% ভোট বিজেপি ৮.৯%। তবে নির্বাচনের দিন থেকেই তৃণমূলের বিরুদ্ধে ভোট লুট ও ছাপ্পা ভোটের অভিযোগ এনেছে বামেরা। পুর্ননির্বাচনের দাবিতে সোমবার নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। সেই দাবি না মানায় সেখানেই বসে বিক্ষোভ দেখায় বাম নেতৃত্ব। পুনরায় স্বচ্ছ নির্বাচনের দাবিতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে বামেরা। ২৩ ডিসেম্বর রয়েছে সেই মামলার শুনানি।

Source- Ganashakti