১৯ তম এশিয়ান গেমসে মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগের সেমিফাইনালের শেষে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন নৈহাটির দুই বোন ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। 

মুখার্জী জুটির ব্রোঞ্জ পদক জেতায় আমরা গর্বিত। প্রসঙ্গত, এই প্রথম এশিয়ান গেমসে মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগে কোনও পদক জিতল ভারত। ব্রোঞ্জ জয়ী ঐহিকা মুখোপাধ্যায়ের হাতে সিপিআই(এম) পার্টির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সিপিআই (এম) নৈহাটি এরিয়া কমিটির টাউন ৫ নং শাখার পক্ষ থেকে নৈহাটির আরবিসি রোডে ব্রোঞ্জ জয়ী ঐহিকার বাড়িতে গিয়ে তার মা, বাবার উপস্থিতিতে ঐহিকা মুখোপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক ও মানপত্র তুলে দেন পার্টির নেতৃবৃন্দ। 

উপস্থিত ছিলেন পার্টি নেতৃত্ব সমীর সরকার, শিবু সাহা, তপন নন্দী, শিখা ভট্টাচার্য, প্রমুখরা।

image.png