১৩ ই মে, রানাঘাট: এবার এলাকার মানুষের পানীয় জলের সমস্যার সমাধানের দাবী জানাতে গিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সিপিআইএমের পঞ্চায়েতে সদস্য। খবরে প্রকাশ প্রায় দেড় মাসের বেশি সময় ধরে রানাঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর সংসদের অধীনে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জল সরবরাহ বন্ধ। জল বন্ধ, ঘোষ কলোনী, কায়েতপাড়া,ঘোড়াগাছা,বৃদ্ধকোল অঞ্চলে। জল বন্ধের কারণে ঘোষ কলোনী প্রাইমারি স্কুলে ও অঙ্গনওয়ারী কেন্দ্রে মিড ডে মিল রান্নার কাজেও ভয়ঙ্কর সমস্যা হচ্ছে ।

এ ব্যাপারে এলাকার বাম পঞ্চায়েত প্রতিনিধি, জয় মঙ্গল ঘোষ একাধিকবার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সভাপতি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষের কাছে অভিযোগ জানালেও কোন সুরাহা হয়নি। অবশেষে তিনি পি এইচ ই রাজ্য দপ্তরে সরাসরি অনলাইনে অভিযোগ করেন, এবং এলাকার মানুষের শতাধিক সই সম্বলিত একটি অভিযোগ পত্র জেলা দপ্তর, ব্লকে ও সংবাদ মাধ্যমের কাছে পাঠান।

চারিদিকে বিষয়টি জানাজানি হওয়ায়, সমাধানের নামে আজ জেলা পঞ্চায়েত সহ সভাধিপতি দীপক বসু সমস্যাকবলিত ওই অঞ্চলে নিজে ও তাঁর দলের লোকজন নিয়ে উপস্থিত হন এবং ওই পঞ্চায়েত প্রতিনিধি কে ডেকে পাঠান, কিন্তু, আলোচনা চলার মধ্যেই হঠাৎ করে ওই অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্যকে ধাক্কা মারেন এবং একাধিক তৃণমূলের নেতা ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা  তাকে মারধর শুরু করে।  খুব দ্রুত খবরটি ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন এসে প্রতিহত করেন এবং তারা থানায় গিয়ে অভিযোগ করেন। থানায় উপস্থিত পার্শ্ববর্তী অঞ্চলের সিপিআইএমের শাখা সম্পাদক রামপ্রসাদ বাবু ও ওই শাখার  সম্পাদক অজয় বর্মন বলেন যে গত পঞ্চায়েত ইলেকশনে বহু মারদাঙ্গা করেও ১৬নম্বর ও আরো দুটি আসন তৃণমূল দখল করতে পারেনি তারপর থেকেই এই অঞ্চলে পরিষেবা প্রদানে পঞ্চায়েতের অনীহা।

সারা রাজ্যজুড়ে সার্বিকভাবে তৃণমূলের দুর্নীতি এবং লুঠতরাজ প্রকাশ্যে এলে এই অঞ্চলের সাধারণ মানুষ আরো বেশি বেশি করে সিপিএমের কর্মসূচি গুলিতে উপস্থিত থাকছেন  এবং এলাকায় সংগঠন বৃদ্ধি হচ্ছে, ফলত তারা ভয় পেয়ে এবং আক্রোশের বসে এলাকার পানীয় জল বন্ধ করে রেখেছিল এবং শেষমেষে কোন ভাবে ঠেকাতে না পেরে পঞ্চায়েত সদস্যের উপর আক্রমণ করে। আজ থানায় অভিযোগ জানাতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা কমঃ বিমান ঘোষ, বাম পঞ্চায়েত সদস্য আলোক সরকার, যুব আন্দোলনের নেতৃত্ব লব বর্মন, সমরেশ মন্ডল, তারা জানান আগামী দিনে ওখানেই প্রতিবাদ সভা সংগঠিত হবে এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে।

এ বিষয়ে সিপিআইএম রানাঘাট-১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক ভজহরি ঘোষ  জানান, – এলাকার মানুষের সমস্যার সমাধান থেকে নির্বাচন সবকিছুতে তৃণমূল এখন গায়ের জোর আর প্রতিহিংসার রাজনীতির উপরেই বেশি ভরসা রাখছে, আজকের ঘটনাটা যারা ঘটিয়েছে তারা এলাকায় জমি মাফিয়া ও বাহুবলি  নেতা হিসেবেই বেশি পরিচিত। আসলে গোটা রাজ্য থেকেই মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই ভয় পেয়ে ওরা মানুষের সমস্যার কথা শোনার বদলে হিংসার আশ্রয় নিচ্ছে, এতে আরও বেশি করে মানুষ আমাদের দিকে আসবেন। পঞ্চায়েত লুঠেরা দের বিরুদ্ধে এক্কাট্টা হতে আগামীকাল ওই অঞ্চলে প্রতিবাদ মিছিলের ডাক দেয়া হয়েছে।