ধ‌র্মের না‌মে প্র‌তি‌বেশী‌কে ডি‌টেনশন বা কন‌সেন্ট্রশ‌ন ক্যা‌ম্পে দেখ‌তে চান ? খেলার মা‌ঠে বন্ধুর পি‌ঠে কাঁটাতা‌রের দাগ খোঁ‌জেন ?
অন্যভাষাভাষীর ঘা‌ড়ের মাপের সন্ধান ক‌রেন ?
আপ‌নি প্রকৃত দেশ‌প্রেমী।

মনুসং‌হিতা আপনার কম্পাস। পিতৃতন্ত্র আপনার ভি‌ত্তি। ধর্ম‌ভি‌ত্তিক রাষ্ট্র আপনার ভ‌বিষ্যৎ।

পশুপা‌খি‌কে ভালবা‌সেন, কিন্তু পাহাড়-নদী-জঙ্গল বি‌ক্রি হ‌য়ে যাওয়াা আপনা‌কে চি‌ন্তিত ক‌রে না। কারণ ভুক্ত‌ভোগীরা নিছক দ‌লিত বা জনজা‌তি।

বেকা‌রি বাড়ুক, মূল্যবৃ‌দ্ধি আকাশ ছুঁক। আপনার খাওয়া,পরা,পড়া বা থাকা অন্য কারুর অঙ্গু‌লি‌হেল‌নে ঠিক হোক। তবু আপ‌নি ক‌বি, শিল্পী বা প্রে‌মিক (আকারযুক্ত বা বিহীন)।

নীরবরা হুল ফু‌টি‌য়ে যাক, দুলাল পাল মৃত্যুর প‌রে ভারতীয়‌ত্বের স্বীকৃ‌তি পাক, আপনার আজন্ম প্র‌তি‌বেশী কেবল কাগজ হা‌রি‌য়ে ফেলার দরুণ নি‌জে‌কে চিরত‌রে হা‌রি‌য়ে ফেল‌ুক ; আপনার কী? আপ‌নি “অরাজ‌নৈ‌তিক”। সমগ্র চু‌লোয় যাক, আপ‌নি ভাল থাকুন।

যে যেখা‌নে ম‌রে যায়, যাক, আপনার তো মরা নয় । চাক‌রি না থাক, পেঁয়াজ না খান; মন্দির ও‌হি বানা‌য়ে‌েঙ্গে। তবু অনু‌রোধ, ভে‌বে দেখ‌বেন, আপনার কো‌নো ভালবাসার, স্নে‌হের বা শ্রদ্ধার জন কাঁটাতা‌রের ওপা‌রে চ‌লে যাবে না তো?

গেলেও বা আপনার কী? আপনার ঠাকুরদা ও দি‌দিমার জন্মশংসাপত্র তো আর বা‌নের জ‌লে ভে‌সে যায় নি বা রা‌ষ্ট্রের সৌজ‌ন্যে পে‌য়ে হা‌রি‌য়ে ওঠাও হ‌য়ে ও‌ঠে নি।

বরাব‌রের অ‌গোছা‌লো আমি। কাগজপত্র কোথায় আছে, প্রয়াত পিতৃ‌দেব জান‌তেন। সুতরাং আমার ঠিকানা হয়ত বা শি‌বির।

সেখা‌নে আপনাদের মত নি‌শ্চিন্ত প্রে‌মিক বা গদগদ ব্য‌ক্তিপূজারী‌দের স‌ঙ্গেও দেখা হ‌য়ে যে‌তে পা‌রে।

আজ আপনারা স‌ঙ্গে না থাক‌লেও সে‌দিন আমরা পা‌শে থাকব। সং‌বিধা‌নের দি‌ব্যি।

জয় ভীম । জয় ভারত ।