এবার পাহারায় পাবলিক পঞ্চায়েত নির্বাচন ২০২৩


গড়ে তুলতে হবে জনগণের পঞ্চায়েত। সন্ত্রাস, লুট, বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে আদায় করতে হবে হকের দাবী।পুলিশ প্রশাসনের একাংশের মদতে তৃনমূল-বিজেপির ভোট লুটের অপচেষ্টা ও নির্বাচনী বিধিভঙ্গের যে কোন তথ্য জানান আমাদের এই ফর্মের মাধ্যমে। মানুষের পঞ্চায়েত গড়ার লড়াইয়ে বুথ আগলাবেন মানুষই। এবার পাহারায় পাবলিক।