“বই হলো মস্তিষ্কের সন্তান”

                ____সুইফট

প্রতিবারের মতো এবারেও সমস্ত মানুষের মস্তিষ্কের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিতে, চেতনাকে শাণিত করতে বর্তমানের সাথে ভবিষ্যৎতের সুনিপুণ সাঁকো তৈরীর পথ আরও দৃঢ় করতে পুলিশি বাধা অতিক্রম করে বুধবার যাদবপুর সুপার মার্কেটের সামনে মার্কসীয় এবং প্রগতিশীল সাহিত্যের বুকস্টল উদ্বোধন করলেন বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু। 

এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড সুজন চক্রবর্তী, কমরেড কল্লোল মজুমদার, কমরেড সুদীপ সেনগুপ্ত এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ইত্যাদি ছাড়াও এলাকার গণসংগঠনের নেতৃবৃন্দরা।

প্রতিবছরের মতো এবছরের মহানগরীর বুকে বিভিন্ন প্রান্তে মার্কসীয় এবং প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের আয়োজন করেছেন সি পি আই(এম)।

এই বছরের বিশেষত্ব অনেক নতুন নতুন পাবলিশার্সের অসাধারণ সব বই এর সম্ভার। প্রতিবছরের মতো কলকাতা ও দিল্লীর প্রায় সমস্ত বড় পাবলিশার্সের বিখ্যাত বইগুলোও থাকছে, এক ছাদের তলায়।

১৮ থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত যাদবপুরের বুক স্টল থাকবে আপনাদের অপেক্ষায়। সাথে পেয়ে যাবেন ২০ শতাংশ ছাড় এবং সাথে থাকবে প্রতিদিন সন্ধ্যা বেলা সাহিত্য চর্চার পাশাপাশি আড্ডা ও গানের আসর…

অপেক্ষায় রইল যাদবপুরের মার্কসীয় এবং প্রগতিশীল সাহিত্যের বুকস্টল।