টলিপাড়ায় জোর গুঞ্জন ! এবার নাকি, জ্যোতি বসুকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি হবে ! তবে, বিস্তারিত খবর এখনও অজানা !
১৯৭৭ সাল থেকে ২০০০সাল পর্যন্ত। পশ্চিমবাংলার মসনদে তিনি আসীন ! এই কবছরে তিনি মাত্র ৬ বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ! দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড তাঁর পকেটেই ! ভারতবর্ষে বাম আন্দোলনের অন্যতম মুখ তিনি। এমনকি, বামপন্থী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও! পলিটব্যুরোর সদস্যও সিপিএম এর, ১৯৬৪ সালে পার্টির জন্মমুহূর্ত থেকে ২০০৮ পর্যন্ত !


কিন্তু, বিনোদন বা চলচ্চিত্র জগৎ নিয়ে তিনি কোনদিনই খুব উৎসাহী ছিলেন বলে জানা নেই ! মুখ্যমন্ত্রী হিসাবে যতটুকু না হলে নয় ! তবু, তাঁর রাজত্বকালেই তৈরি হয় ‘নন্দন’!


কিন্তু, এবার তিনি ছোট পর্দায় ! ওয়েব সিরিজে ! তাঁর জীবন নিয়ে এবার ছবি তৈরি হচ্ছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে, পরিচালক অরুণ রায়ের নাম। অসম্ভব নয়, ইতিমধ্যেই তাঁর পরিচালিত ‘হীরালাল সেন’ বা ‘বিনয় বাদল দীনেশ’, যথেষ্টই আলোচিত। তবে, এই বিষয়ে, আপাতত, তিনি মুখে কুলুপ এঁটেছেন ! হয়ত, সব কিছু ফাইনাল না হওয়া পর্যন্ত তিনি সবাইকে রাখতে চাইছেন অন্ধকারেই। তবে, একটা কথা ঠিক, অরুণ রায়, সবসময়ই, বাঙ্গালীর অতীত গৌরবকে দর্শকদের সামনে নিয়ে আসতে চেয়েছেন। অস্বীকার করার উপায় নেই, জ্যোতি বসু বাঙ্গালীর অন্যতম গর্ব ! তাই, এবার তাঁর ভাবনায় প্রাক্তন বামপন্থী মুখ্যমন্ত্রী। বাংলার রাজনীতির এই দোর্দন্ডপ্রতাপ নেতার বর্ণময় জীবনের তুলনা, বোধহয়, তিনিই ! অথচ, ধুতি পাঞ্জাবী আর কাল পামসু পড়া, খাঁটি বাঙ্গালী ! বাস্তব বুদ্ধিতে বৃহস্পতি, একই সঙ্গে ! আর তা শুধু বামপন্থী রাজনৈতিক নেতাদের মধ্যে নয় ! তাঁর সমসাময়িক সব দলের, সব রাজনৈতিক নেতাদের মধ্যেই !

এই মুহুর্তে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষেই বাম দলগুলি কিনচিৎ কোণঠাসা ! অরুণ রায়ের এই ভাবনা, অক্সিজেন জোগাতে পারে বামপন্থী লড়াকু কমরেডদের।


আপাতত, প্রযোজক এবং পরিচালকের মধ্যে আলোচনা চলছে। নাম ঘোষণাও হতে পারে এর মধ্যেই। তারপরেই, শ্যুটিং আরম্ভ।
তবে, সিরিজে মূল চরিত্রের নাম বদলে যেতে পারে ! এখন ভাবনা চিন্তা চলছে, সেসব নিয়েই। তারপর, মূল চরিত্রে কে করবেন, চলছে তা নিয়ে ভাবনা চিন্তাও। কারণ, পাঁচ ফুট এক ইঞ্চির ওই প্রখর ব্যক্তিত্বকে সব অভিনেতার পক্ষে ফুটিয়ে তোলা সম্ভব নয় !

শোনা যাচ্ছে, মঞ্চের কোন নতুন মুখকেই তুলে আনা হতে পারে এই চরিত্রে। তারপর, পরিচালকের দায়িত্ব তাঁকে গড়েপিঠে, পর্দার উপযুক্ত করে তোলার জন্য। প্রস্থেটিক মেকআপ এর সাহায্যেও নেওয়া হবে, দরকারে, ‘যুগপুরুষকে’ যুগোপযোগী করে তোলার জন্য।