থ্রী

টু

ওয়ান

স্টার্ট।

এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো রানাঘাটবাসী। আগামী 16 এবং ১৭ এপ্রিল রানাঘাটে অনুষ্ঠিত হতে চলেছে কৃষক সভার 32 তম নদীয়া জেলা সম্মেলন। এই সম্মেলন কে সফল করার লক্ষ্যে অভ্যর্থনা কমিটি বিভিন্ন ধরনের কর্মসূচি এবং অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। তারই মধ্যে আজ  অর্থাৎ ৯ এপ্রিল ছিল “কৃষক সংহতি পথ দৌড়।”  কেন্দ্রের স্বৈরাচারী এবং কালা কৃষি আইন  প্রত্যাহারের জন্য কৃষকদের অনমনীয় মনোভাব এবং অদম্য দাবি আদায়ের লড়াই কে কুর্নিশ জানিয়ে অভ্যর্থনা সমিতি আয়োজন করেছিল এই কৃষক সংহতি পথ দৌড়ের।

উদ্যোক্তারা প্রায় বিগত একমাস ধরে এই দৌড় প্রতিযোগিতাকে সফল করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া বিভিন্ন মাধ্যমে প্রচার করেছিল, ফলত এই পথ দৌড়ে উত্তরে কার্শিয়াং থেকে দক্ষিণে কাকদ্বীপ অব্দি বিভিন্ন জেলার মানুষ অংশগ্রহণ করেন এই পথদৌড় প্রতিযোগিতায়।  মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, ১২ বছরের বাচ্চা থেকে ষাটোর্ধ্ব ব্যক্তি পর্যন্ত, স্ত্রী পুরুষ মিলিয়ে ৯৪জন প্রতিযোগী এই পথ দৌড়ে অংশগ্রহণ করেন। পথ দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন অভ্যর্থনা সমিতির সভাপতি তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমরেড অলকেশ দাস, বিশিষ্ট ক্রীড়াবিদ রচনা বিশ্বাস এবং অভ্যর্থনা কমিটির সম্পাদক ও পার্টি জেলা কমিটির সদস্য দেবাশীষ চক্রবর্তী। আপাদমস্তক পেশাদারী ও সর্বাধুনিক ব্যবস্থাপনা সহ অথচ বিপুল আন্তরিকতা নিয়ে অভ্যর্থনা সমিতির কমরেডরা যেভাবে এই পথ দৌড় সম্পন্ন করেন তা সত্যি ই উল্লেখযোগ্য, লাল গেঞ্জি পরিহিত রেড ভলেন্টিয়ার্সরা  ওয়াকিটকি হাতে এবং ড্রোন ক্যামেরা নিয়ে পুরো দৌড় সুষ্ঠ ভাবে সঞ্চালনা করেন। 

পুরস্কার বিতরণ মঞ্চে প্রতিযোগীদের কথায় বার বার উঠে আসে অভ্যর্থনা সমিতির সুষ্ঠ ব্যবস্থাপনা ও আন্তরিকতার কথা। পুরুষ বিভাগে উত্তর ২৪ পরগনার ২১ বছর বয়সী সোমরাজ খাঁ ১৭.৫০ সেকেন্ডে পাঁচ কিলোমিটার অতিক্রম করে প্রথম পুরস্কার, এবং হুগলি গুপ্তিপাড়ার অষ্টাদশী রাজশ্রী দেবনাথ ২২.২০ সেকেন্ডে একই পথ অতিক্রম করে প্রথম পুরস্কার জিতে নেন।

মোট ত্রিশ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়, এছাড়া বিশেষ বিভাগে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী আরো ছয় জনকে পুরস্কৃত করা হয়। বিশেষভাবে নজর কাড়েন গাইঘাটার সুরঞ্জন দেবনাথ, পুরো দৌড় তিনি সমাপ্ত করেন কৃষক সভার লাল পতাকা নিয়ে।

সমগ্র ইভেন্ট টি পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করেন রানাঘাট ভেটারেন্স ক্লাবের প্রাক্তন ক্রীড়াবিদরা, সঙ্গে রানাঘাটের বহু পুরনো ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা আজকের পথ দৌড় প্রতিযোগিতায় উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন। প্রতিযোগিতায় স্থানিধিকারীদের পুরস্কৃত করেন কৃষক সভার নদীয়া জেলার সভাপতি চঞ্চল কর সহ এলাকার অন্যান্য নেতৃত্ব। পুরস্কার বিতরণীর বিরতিতে প্রতিযোগীরা যোগাসন এবং আবৃত্তি পরিবেশন করেন।  এই পথ দৌড় কে ঘিরে রানাঘাট বাসীর উদ্দীপনা এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মত।