মিসড কলের কি মহিমা বাবা
মিসড কলের কি মহিমা….

এক কলেতে পদ্ম বনে
কলকে পাওয়া যায়।
দুই কলেতে দিদির কাছে
বায়না করা যায়।
তিন কলেতে….
আরে বাবা তিন কলের
সে কি মহিমা বাবা….
তিন কলেতে বলতে হবে
তোলাবাজির কথা
মিসড কলেতে বলতে হবে
ঘাতক কোন নেতা।

প্রথম বারে মিসড কলেতে
হিড়িক লেগে যায়
চোর, জোচ্চর, খুনি, ধর্ষক
গেরুয়াধারী হয়।
এখানেই শেষ নয় রে বাবা…..
বছর পরে বামাল সমেত
ঘাসফুলেতে যায়।

ওরে ওরে ওরে
এ যেমন তেমন কল নয় রে বাবা
ইয়ে হ্যায় মিসড কল।

দ্বিতীয় বারে মিসড কলেতে
রাজ্যে নাড়া পড়লো
চাকরি, বাড়ি, ত্রিপল, রেশন
ভোটার ফোনে চাইলো।
আপন ভেবে মনের ঝাঁপি
যেই না লোকে খুললো
গোপন কথা দিদির কানে
ফিসফিসিয়ে বললো…
লিস্টি ধরে পরের দিনেই
দুয়ারে যম পড়লো।

বাবা রে বাবা
মিসড কলের সে কি মহিমা বাবা
বেবাক লোকেই বুঝল।

তৃতীয় বারে মিসড কলেতে
হবে নতুন সেট আপ
দিদির ফোনে বললে পরেই
নেতার হবে লক আপ।
মিসড কলেতে নাম বললেই
কেল্লা হবে ফতে।
চোর, গুন্ডা, খুনি নেতার
জিনা হারাম হবে।

মিসড কলের কি মহিমা বাবা
দেখতে সবুর করো
এই কদিনে তোমরা বরং
নামের ফর্দ করো।

মিসড কলেতে বলতে হবে
তোমার নিজের নাম
নম্বর আর নাম মিললেই
জানবে তোমার ধাম।
কলের সাথে নরক যাওয়ার
টিকিট ফ্রিতে পাবে।
সেথায় গেলেই মহামান্য
ভাদুর দেখাও পাবে।

তাই তো বলি
এ এমনি সেমনি কল নয় গো
এ হলো মিসড কল
মিসড কলের কি মহিমা বাবা
মিসড কলের কি মহিমা।