ক্ষীরপাই শহরে সি.পি.আই.(এম), কংগ্রেস এবং ইউ.সি.পি.আই. বিগত দু-বছর ধরে যৌথভাবে ক্ষীরপাই পৌরসভায় তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌর প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে গড়ে তুলেছে ক্ষীরপাই পৌর উন্নয়ন সমিতি। আসন্নপৌর নির্বাচনে লুটেরা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড উৎখাত করা এবং সম্প্রদায়িক বি.জে.পি-কে পরাস্ত করার লক্ষ্য নিয়ে, ক্ষীরপাই পৌর উন্নয়ন সমিতি পৌরসভার দশটি ওয়ার্ডের ১ নং ও ২ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী ৩ নং ওয়ার্ডে ইউ.সি.পি.আই, প্রার্থী, ৪ নং, ৫ নং, ৬ নং, ৭ নং, ৮ নং ও ১০ নং. ওয়ার্ডে সি.পি. আই.(এম) প্রার্থী এবং ৯ নং ওয়ার্ডে সি.পি.আই.(এম) ও জাতীয় কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীদের নিয়ে যৌথভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে।

লক্ষ্য পৌর উন্নয়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করা৷ ক্ষীরপাই পৌর পরিষেবা ব্যবস্থা একেবারে বিশৃঙ্খল অবস্থায় গিয়ে পৌঁছেছে। বর্ষায় জল নিকাশী ব্যবস্থা এতটাই অপরিকল্পিত, যার ফলে শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলগগ্ন হয়ে সাধারণ মানুষজনের বাড়ির মধ্যে জল ঢুকে যায়। পরিবেশ দূষনে জনস্বাস্থ্য ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। শিক্ষা, সংস্কৃতি ও সচতনতার অভাবে মানুষজনের আত্মমর্যাদা নিয়ে বাঁচবার অধিকারটুকুকেও পৌর প্রশাসনের পক্ষ থেকে লুট করে নেওয়া হচ্ছে।


পৌরসভা একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, সম্রাজ্যবাদ ও কর্পোরেট পুঁজির সহায়তায় তৃণমূল কংগ্রেস ও বিজে.পি. সাম্প্রদায়িকগত হিন্দু-মুসলিম বিভাজনের মেরুকরণের রাজনীতিতেই সাধারণ মানুষজনকে সীমাবদ্ধ রেখে মানুষের জীবনযন্ত্রনাকে চাপা দিয়ে চলেছে। কর্মসংস্থানের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর প্রশাসন। ক্ষীরপাই শহরের শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক মানুষজন এর থেকে পরিত্রাণ পেতে আগ্রহী। মানুষের গণতান্ত্রিক অধিকারসমূহকে এক ভয়াবহ লুম্পেনীয় ও দুষ্কৃতি বাহিনীর সন্ত্রাসের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকারি প্রশাসনের সহায়তায় দমন করতে চায়। একে প্রতিরোধ করে ক্ষীরপাই পৌর উন্নয়ন সমিতি শহরের মানুষজনের আশীর্বাদে যদি পৌর প্রশাসন গড়ার সুযোগ পায় তাহলে সেই পৌর এলাকার মানুষদের নিয়ে জনস্বাস্থ্য ব্যবস্থাকে সুদৃঢ করবে, পরিকল্পিত ভাবে জল নিকাশি ব্যবস্থাকে গড়ে তুলে কৃষিজমি ও বাস্তু ঘরে জল ঢুকে যাতে ক্ষতিগ্রস্থ না হয় তার যথাযথ ব্যবস্থা গড়ে তুলবে। পরিবেশ দূষণ রোধকল্পে পৌর এলাকার সমস্ত পুকুর, ডোবা, নালা-নর্দমা পরিষ্কার করে এক কমপোষ্ট সার উৎপাদন ক্ষেত্র গড়ে তুলবে, বেকার যুবকদের নিয়ে যুব সমবায়ের মাধ্যমে কর্মক্ষেত্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্যে পৌর এলাকায় এক নতুন প্রকল্প গঠন করবে যার মাধ্যমে পৌর এলাকার সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপার্জনক্ষম হয়ে ওঠেন সেই ব্যবস্থা করবে, জনস্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও সচতনতা প্রসারের কর্মসূচী গ্রহণ করবে। সমস্ত সরকারী প্রকল্পে যাঁরা এখনও বঞ্চিত হয়ে রয়েছেন তাঁদেরকে যুক্ত করবে, যাঁরা এই সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন তাঁদের সেই সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়াকে সুনিশ্চিত করবে। সর্বোপরি দুর্নীতিমুক্ত জনগণের পৌর প্রশাসন গড়ে, পৌর কাজকর্মে পৌর এলাকার সমস্ত মানুষজনকে যুক্ত করবে প্রতিটি ওয়ার্ডে ক্ষমতাসম্পন্ন ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে ।