সারা ভারত কৃষক সভার 32 তম নদীয়া জেলার সম্মেলন এবার অনুষ্ঠিত হতে চলেছে নদীয়া জেলার রানাঘাটে আগামী ১৬ এবং ১৭ই এপ্রিল। সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আগামী ১৬ই এপ্রিল বেলা তিনটে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য কমরেড মহম্মদ সেলিম। সেই উপলক্ষে আজ রানাঘাট শহরের বাজার অঞ্চলে গণ অর্থ সংগ্রহ এবং প্রচার কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মেলনের অভ্যর্থনা সমিতির মুখ্য পৃষ্ঠপোষক কম: সুমিত দে (সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও নদিয়া জেলা সম্পাদক), সভাপতি কম: আলোকেশ দাস, ( সিপিএম রাজ্য কমিটির সদস) অভ্যর্থনা কমিটির সম্পাদক ও জেলা নেতৃত্ব দেবাশিষ চক্রবর্তী, জেলা নেতৃত্ব সুপ্রতিপ রায় সহ এরিয়া নেতৃত্ব ও কমরেড রা। অর্থ সংগ্রহে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। শ্রমজীবী মানুষ থেকে ফুটপাতের ছোট ব্যবসাদার নেতৃত্বকে কাছে পেয়ে উগরে দিলেন মনের ক্ষোভ, তৃণমূল বিজেপির জমানায় মানুষের চরম দুঃখ দুর্দশার কথা জানালেন, জানালেন বেহাল ব্যবসার অবস্থার কথা, সমস্ত ভয় ভীতি ভেঙ্গে মুখ খুললেন শাসকদলের বেলাগাম দুর্নীতি নিয়ে, আগামী লড়াইয়ে পাশে থাকার কথাও দিলেন, সমেনের পঞ্চায়েত নির্বাচন যে ১৮সালের মতো একতরফা হবেনা তাও জনিয়ে গেলেন কেউ কেউ, রাস্তায় থাকার আবেদন জানালেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিবাদী মেজাজ বামেদের আগামী দিনের লড়াইকে নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগাবে।