রাজ্যজুড়ে বাড়তে থাকা দুর্নীতিতে রাশ টানতে CPI(M) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আনা হয়েছে নজরে পঞ্চায়েত কর্মসূচি। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা, নির্দিষ্ট প্রশাসনিক বে-নিয়ম ও দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে যেকোনও অভিযোগ জানাতে যোগাযোগ করুন এই নম্বরে। শামিল হন মেহনতি মানুষের লড়াইয়ে।

নজরে পঞ্চায়েত হেল্পলাইন | FAQ
হেল্পলাইন নম্বর – ০৩৩-৪১৮০৭৫০৬/ 03341807506
সময় – প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯

কেন নজরে পঞ্চায়েত হেল্পলাইন?

– তৃণমূল-বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলির লাগামহীন দুর্নীতিতে অতিষ্ঠ গ্রামবাংলার মানুষ। প্রায় সব এলাকাতেই বন্ধ গ্রামসভার অধিবেশন। পাল্লা দিয়ে বাড়ছে প্রশাসনিক জুলুমবাজি। আপনার ফোনের ভিত্তিতে আপনার পঞ্চায়েতের যাবতীয় দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা সংক্রান্ত আপনার অভিযোগ নথিভুক্ত করে ব্যবস্থাগ্রহণ করবো আমরা। জনগণের পঞ্চায়েত ব্যবস্থা পুনরুদ্ধারের স্বার্থে পশ্চিমবঙ্গ সিপিআই(এম)-এর বিশেষ উদ্যোগ ‘নজরে পঞ্চায়েত’। যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নম্বরে এবং আপনার অভিযোগ জানান।

কীভাবে অভিযোগ জানাবেন?

– ফোন করুন সিপিআই(এম) রাজ্য কমিটির দ্বারা প্রকাশিত ‘নজরে পঞ্চায়েতের’ অফিসিয়াল হেল্পলাইন নম্বর ০৩৩-৪১৮০৭৫০৬ এ। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা অবধি চালু থাকবে এই হেল্পলাইন নম্বরটি।

আপনার অভিযোগ কোথায় এবং কিভাবে নথিভুক্ত হবে?

– হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারবেন আমাদের রেড ভলেন্টিয়ারদের কাছে। ডিজিটাল টিমের সহায়তায় সেই অভিযোগ নথিভুক্ত হবে পার্টির কাছে।

কী বিষয়ে অভিযোগ জানাতে পারবেন?

– আপনার পঞ্চায়েত এলাকায় যেকোনো অভিযোগ এবং একইসাথে বিভিন্ন খাতে লাগাতার দুর্নীতির অভিযোগ (যেমন- শিক্ষা, স্বাস্থ্য, সড়ক প্রকল্প, গৃহ প্রকল্প, বৃক্ষরোপণ প্রকল্প, ১০০ দিনের কাজ, কাটমানি, তোলাবাজি, স্বজনপোষণ, কয়লা-বালি-কাঠ পাচার ইত্যাদি) নথিভুক্ত করান আমাদের প্রতিনিধিদের কাছে। আপনার পঞ্চায়েত, ব্লক, জেলা এবং নির্দিষ্ট অভিযুক্তের নাম উল্লেখ করে আপনার অভিযোগ জমা করুন।

কী ব্যবস্থা গ্রহণ করবো আমরা?

– আপনার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রমাণাদিসহ নির্দিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে আইনি পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবো আমরা। একইসাথে প্রশাসনিক স্তরে অভিযুক্তের কাছে জবাবদিহি চাইবো আমরা। আগামী নভেম্বরের গ্রামসভায় সমস্ত দুর্নীতির বিরুদ্ধে লড়বো আমরা।

অভিযোগকারীর ব্যক্তিগত তথ্য কি গোপন থাকবে?

অবশ্যই, হ্যাঁ। আপনার ব্যক্তিগত যাবতীয় তথ্য গোপন ও নিরাপদ থাকবে। প্রয়োজনে আপনি নাম গোপন রেখেও অভিযোগ জানাতে পারেন।

কোন তথ্য প্রমাণ দিতে চাইলে কি ভাবে জমা দেওয়া যাবে?

আপনি চাইলে, আপনার অভিযোগের তথ্য প্রমাণ 8017921866 এই নাম্বারে হোয়াটস অ্যাপ করতে পারেন বা nojorepanchayet@gmail.com এই মেল আইডি মেল করতে পারেন।

হেল্পলাইন নম্বরে যোগাযোগ না করা গেলে কী করবেন?

– আমাদের অনুরোধ, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যদি প্রতিনিধিরা ব্যস্ত থাকার কারণে যোগাযোগ না করতে পারেন তবে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন অথবা আমাদের প্রতিনিধিরা পুনরায় আপনার সাথে যোগাযোগের চেষ্টা করবেন।

 

‘নজরে পঞ্চায়েত’ সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে বামফ্রন্ট সরকার গঠিত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার হৃতগৌরব পুনরুদ্ধার করার আইনি ও প্রশাসনিক লড়াই লড়ছি আমরা। এলাকায় দুর্নীতি বন্ধ করতে, পঞ্চায়েত লুঠ আটকাতে, আপনার গ্রামের উন্নতির স্বার্থে, রাজ্যে শান্তি-শৃঙ্খলা কায়েমের দাবিতে আপনিও সামিল হোন ‘নজরে পঞ্চায়েত’-এ। ফোন করুন আমাদের হেল্পলাইন নম্বরে, আপনার অভিযোগ নথিভুক্ত করে গ্রাম বাঁচানোর লড়াইয়ে অংশগ্রহণ করুন।