Al-Aqsa(কুব্বাত আস সাখরা) শুধু একটা মসজিদ না এর সাথে জড়িয়ে আছে কয়েক হাজার বছরের ইতিহাস। সোনালী গম্বুজ বিশিষ্ট এই মসজিদ জেরুজালেমের পুরানো শহরে টেম্পল মাউন্টের উপর অবস্থিত। উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৮৫ সালে এর নির্মাণ কাজ শুরু হয় যা ৬৯১ সালে সমাপ্ত হয়। সব ছেড়ে শুধু সময় হিসাব করলে যার বয়স দাঁড়ায় ১৩৩২ বছর। যদিও মূল কাঠামোটি যেটি বর্তমানে মাটির নিচে অবস্থিত তার বয়স আরও পুরোনো প্রায় দেড় হাজার বছরেরও বেশি। বলা যেতে পারে বর্তমানে এটিই বিশ্বের ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা।(সোনালী গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিকে সাধারণভাবে আল আকসা বলা হলেও মূল মসজিদটি এর সামান্য পাশে)
১০৯৯ সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিলে কুব্বাত আস সাখরা অগাস্টিনিয়ানদের দিয়ে দেয়া হয়। তারা এটিকে গির্জায় রূপান্তর করে এবং আল-আকসা মসজিদকে রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহার করতে থাকে।
১১৮৭ সালের ২ অক্টোবর সুলতান সালাউদ্দিন আইয়ুবি জেরুজালেম জয় করলে কুব্বাত আস সাখরাকে পুনরায় মুসলিম স্থান হিসেবে ব্যবহার শুরু হয়। এর চূড়ায় স্থাপিত ক্রুশকে সরিয়ে সেখানে ইসলামী চাঁদ স্থাপন করা হয়।
১৪ই মে ১৯৪৮ সালে ইজরায়েল প্রতিষ্ঠার পর থেকেই এর মালিকানা কার হাতে থাকবে এই নিয়ে প্রতিদিন এই অঞ্চলে ঝামেলা ও প্রাণহানীর ঘটনা ঘটছে। ইসরায়েল সরকার আল আকসা ভেঙে ওই স্থানে থার্ড টেম্পল তৈরি করতে চায় ঠিক যেভাবে মোদী সরকার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাচ্ছে। ইজরায়েলী সেনা প্রতিদিন পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। রক্তাক্ত হচ্ছে গাজা বেল্ট। সাধারণ বেঁচে থাকার উপকরণ কেড়ে নেওয়া হচ্ছে মানুষের থেকে। ধর্মের নামে মারামারি করে আসলে শান্তিতে নেই ইহুদী মুসলিম কোনো সম্প্রদায়ই।
RSS এর মতই বিশ্বের যে সব দেশের সরকার তার ইতিহাসকে বিকৃত করার কিংবা মুছে দেওয়ার চেষ্টা করছে ইজরায়েল সরকারও সেই লিস্টে পড়ে।
বর্তমানে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান রমজান। আর প্রতি বছরের মতোই লড়াইয়ের পরিবেশ। গত এক সপ্তাহ ধরে আবারো অগ্নিগর্ভ প্যালেস্টাইন। কিন্তু যদি এই লড়াই মানুষ মারার না হতো! যদি এ লড়াই হতো সব মানুষের পেট ভরে খাওয়ার, যদি এ লড়াই হতো সম্পদের সমান বণ্টনের, যদি এ লড়াই হতো সবার কাজ সবার কাজের দাবীতে তাহলেই তা হতো আসল লড়াই। শেষে এটুকুই চাওয়া একদিন প্যালেস্টাইন মুক্তি পাবে এই সব কিছু থেকে। যখন মনে হয় কিভাবে এটা সম্ভব তখন John Lennon এর IMAGINE গানের ওই বিখ্যাত লাইন গুলোই মনে হয়
You may say I’m a dreamer
But I’m not the only one
I hope someday you’ll join us
And the world will be as one
তথ্যসূত্র Al Jazeera News