সুভাষ রায়, রানাঘাট: গত ১৫ই আগস্ট রানাঘাট ভেটেরানস ক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন ও চা চক্র অনুষ্ঠিত হয় রানাঘাটের একটি বেসরকারি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে। প্রায় ৫৬ জন প্রাক্তন ও প্রথিতযশা খেলোয়াড়রা উপস্থিত হন এই চা চক্রের অনুষ্ঠানে। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি চা চক্রে উপস্থিত সদস্যদের আলোচনায় মূলত উঠে আসে রানাঘাটের বর্তমান খেলাধুলা জগতের করুণ অবস্থার কথা। রানাঘাট বরাবরই ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে জেলা তথা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অর্জন করে এসেছে কিন্তু বর্তমানে আর সেই ভাবে নতুন প্রজন্মের কোনো খেলোয়াড় উঠে আসছে না, উপস্থিত প্রতিনিধিদের কথায় আক্ষেপের সুর শোনা যায় - রানাঘাটের খেলাধুলার অন্যতম পীঠস্থান স্বাস্থ্য উন্নতি ময়দান বর্তমানে খেলার মাঠের বদলে মেলার মাঠে পরিণত হয়েছে, বারবার করে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সত্ত্বেও অবস্থার কোন পরিবর্তন হয়নি। বর্তমানে নদীয়া জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এই মাঠের দায়িত্ব নেয়ার পরেও এই মাঠ কে মূলত ব্যবসায়িক কাজে ব্যবহার করে অর্থ রোজগারের রাস্তা বানিয়ে তুলেছে।

সমস্ত সদস্যরাই দাবি জানান যে ভেটেরানসের যে মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করা এবং রানাঘাটে ঐতিহ্যপূর্ন ক্রীড়া পরিবেশকে পুনরায় ফিরিয়ে আনা সেটা প্রায় বন্ধ হতে চলেছে মূলত আর্থিক সংস্থান ও খেলার মাঠের অভাবে এবং এক্ষেত্রে প্রশাসন বা পৌরসভারও সে অর্থে কোন সহযোগিতা পাওয়া যায় না। এ বিষয়ে বিগত এবং বর্তমান পৌরবোর্ড বারবার মৌখিক আশ্বাস দিলেও সেভাবে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। আগামী দিনে বিষয়টি নিয়ে রাজ্য ক্রীড়া দপ্তরের সাথেও যোগাযোগ করা হবে, এবং রানাঘাট ও পার্শ্ববর্তী অঞ্চলের খেলার মাঠগুলোর পরিকাঠামো উন্নয়নে সাহায্য চাওয়া হবে। খেলার মাঠে "মেলা নয় খেলা চাই" এই স্লোগান তুলে আগামী দিনে ভেটেরানস ক্লাব সর্বস্তরের আন্দোলন চালাবে বলে এই সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।