এক.
বীভৎস অন্ধকারে, দিনে
নিজস্ব লাশের গন্ধ শোনা যায়
যদি আয়ু সাজাই, ক্ষত
কোথাও কোনো বুনোফুলের রেণু
উড়ে আসে, জীবনের ভাঁজ
আর আসা, যাওয়ার মাঝে ট্রাফিকবাতি

দুই.
নির্বিকল্প সমাধির প্রশ্নে সেমিকোলন
যাবতীয় প্রশ্ন উত্তর গেঁথে থাকছে
মাছের চোখের ক্যানভাস
অথচ এই যাতায়াতে দ্রাব ও দ্রাবক
ভেদ্য ও অভেদ্য
ক্রমে হারিয়ে ফেলছি পরিচয়নামা
শেকল কিংবা ট্যাগ

তিন.
যেভাবে পুড়ছে আর্তনাদগুলো
জলের গভীরেই আগুন লেগে থাকছে
রসায়ন ও প্রক্রিয়া, পরিবর্তন… এসবের পর
নতজানু বসি আমারই ছায়ার মুখে, একা
তবু কোনো ঝড় এসে প্রশ্নের বিপ্রতীপে
প্রশ্ন রেখে যায়
মানুষ থিতিয়ে যায় সময়ের দোষে

চার.
এসব নতুন কোথায়
মশারির গিট খুলে দেহরজ্জু দীর্ঘ হয়
সহজ হতে ইচ্ছে হল না
শ্রমের ছায়ার নিচে
অবশিষ্ট দাগ আরো দাগ হয়ে ওঠে

পাঁচ.
অস্থির সময়েও গান বাজে
বেহালায় টান বসে এপার ওপার
যারা গর্ত গর্ত বলে রাত খুঁড়ে বসে
আদ্যোপান্ত পূর্ণিমার মেঘফাঁটা রোদ
হাতে তুলে নেয় চার্জশিট, ক্রাইম রেকর্ড
সমস্ত শ্বাস জানে, তাদের নিরাময় শুধু
ব্রহ্ম প্রকৃতি