০৯৭-Fallacy of Single Cause

এরা সব চূণোপুঁটি, আসল চোর হাওয়াই চটি। আমরা এই আওয়াজে পরিচিত। বাংলায় বলে নাটের গুরু। সাগরেদদের ধোলাই করার পর মূল ভিলেনকে নিকেষ করলে নায়িকার সাথে হিরোর মিলন দৃশ্যে ছবি শেষ। মানুষ সব বিষয়ে মূল একটি কারণ খোঁজে, যাকে বলে Fallacy of Single Cause। বাঘের শিকারের সময়ে হায়না থেকে শকুন রক্তের গন্ধ পেয়ে হাজির। কাউকে হোয়াট্সঅ্যাপে মেসেজ দিতে হয় না। বহু রক্তপিপাসু ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় একা রাজ্যের ভবিষ্যৎ শিকারে করতে পারতেন না।

প্রত্যেকটি ঘটনার পেছনে অনেক ছোট বড়, প্রত্যক্ষ পরোক্ষ কারণ থাকে, Fallacy of Single Causeএ আমরা এড়িয়ে যাই। ২০১১ সালের পরিবর্তনে SUCI, PDS, APDR, কংগ্রেস, লিবারেলদের মত ভিজে বেড়ালদের ভূমিকা কী ছিল? প্রাক্তন নকশালী দোলা সেন, সুদীপ্ত সেন, কৌশিক সেন, অপর্ণা সেনদের সেনসেক্স তুঙ্গে। বাম-বিরোধী লুম্পেন শক্তির ৩৪বছরের খিদে তো মজুত ছিলই, প্রণব, রাজনাথ সিং, মিডিয়ার ইন্ধন ছিল। Fallacy of Single Causeএ সব কৃতিত্ব বা দোষ মমতাকে একা দিয়ে লাভ নেই।

দম্পতির বিবাহ বিচ্ছেদে সিংহ ভাগ ভূমিকায় পারিপার্শ্বিক বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের। অগ্নিকান্ডের কালে দমকলের মত ঘাপটি মেরে বসে থাকে। পুড়িয়ে দিলে হোসপাইপ হাতে ছাইয়ে ছোটাছুটি করে পেশী ফোলায়। তারপর Fallacy of Single Causeএর নিয়মে স্বামী বা স্ত্রীর দিকে আঙুল তুললেই কেল্লা ফতেহ। ডলারের তুলনায় টাকার মূল্য পতনে মোদীর সামগ্রিক রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা আলোচনা হয় না, বরঞ্চ Fallacy of Single Causeএ জনগন ধরেই নিয়েছে রামমন্দিরের জন্য মোদীর হাতে ক্ষমতা।

এক জুতো কোম্পানী দূর গ্রামে এক সেল্সম্যানকে পাঠাল। সে পরদিন ফোনে বলল, এখানে কাজ করা অসম্ভব তার একমাত্র কারণ এখানে কেউ জুতোর ব্যবহার জানে না। Fallacy of Single Cause। বস ওকে ফেরৎ এনে আরেকজনকে পাঠায়। পরদিন সে ফোন করে বলে, এখানে ব্যবসার দুর্দান্ত সম্ভাবনা। তার একমাত্র কারণ এখানে কেউ জুতোর ব্যবহার শেখেনি। এটাও Fallacy of Single Cause। তৃণমূল সরকারকে সরানো খুব সহজ, কারণ দলে কোন সৎ ব্যক্তি নেই। নজর ও আন্দাজ আপনা আপনা।

০৯৮-Intention to Treat Error

অপরাধীদের দেবদ্বিজে ভক্তি বেশী। অনুব্রতর ৫৭০ ভরির স্বর্ণালঙ্কারে শ্যামাপুজো। ফাটাকেষ্ট, হেমেন মন্ডল থেকে নাকতলা উদয়ন সঙ্ঘ। কল্যাণ বাঁড়ুজ্যেরা কান্নাকাটি করেন। বড় পূজোগুলি শাসকদলের কোন না কোন ডাকাতের। খুব কম সংখ্যক চোরকে জীবদ্দশায় খেসারত দিতে হয়। কারণ তারা সতর্ক বেশী। মোট গাড়ি অ্যাক্সিডেন্টে বেপরোয়া গতির গাড়ির অ্যাক্সিডেন্টের গড় কম। তাপস পাল বা সুব্রত মুখার্জীর গান স্যালুট আসলে Intention to Treat Error। আপরাধীর রোজ মেডিকাল চেকআপ হয়।

দু ধরণের মানুষ আছে দেখবেন। এক ধরনের মানুষ যা আয় করে সেখান থেকেই সঞ্চয়ের নিরিখে পরিকল্পনা করে, দ্বিতীয় ধরনের মানুষ ধার করে ভোগ করতে শুরু করে। Intention to Treat Errorএ তারা জীবনকে আকর্ষণীয় করে তোলে। আমরা বুঝতে পারিনা কেষ্ট কেন গদাইবাবুকে হঠাৎ কাকাবাবু বলে পেন্নাম ঠুকে দিল। মূল চরিত্র গদাইবাবুর মেয়ে অন্তরালে। শাসক দলের নেতাদের সম্পর্কে লোকে বলে, লোকটা চোর বটে, কিন্তু ভীষণ অনেষ্ট। গরীবের দুঃখে পাশে দাঁড়ান। বামপন্হীরা তেমনটা নয়।

আমরা Intention to Treat Errorএ বুঝতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন নরেন মোদীকে ভালো বলে অমিত শাহকে খারাপ বললেন। একদা তিনিই কোমরে দড়ি পরাতে চেয়েছিলেন। কোমরের দড়ি রাখি বন্ধন হয়ে গেল কেন? নেপথ্যে কেন্দ্রীয় সংস্হাগুলোর তদন্ত। Intention to Treat Errorএর ভুলে পাশের পাড়া থেকে এ পাড়ায় প্রেম করতে আসা ব্যক্তি এ পাড়ার পুজোয় মোটা ডোনেশন দেয়। মূলতঃ যারা সঠিক পথে হাঁটছেন না, বা কোন দুর্বলতা আছে, তারা সর্বদা সতর্ক অনেক বেশী তাই নিরাপদ।

পুলিশ দৌড়ে চোরকে ধরতে পারে না। বাঘ হরিণকে তাড়া করে বেশীর ভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়। বামেরা কেবল মাত্র শাসক দলের চোর ডাকাতের সাথে লড়ছে না, জনগনের Intention to Treat Errorএর বিরুদ্ধেও লড়তে বাধ্য হচ্ছে। অনুব্রত ৫৭০ ভরির গয়না পরালে রিক্ত নিঃস্ব মানুষ লম্বা করে পেন্নাম ঠুকে দেয়, তার বেশীর ভাগ পরে অনুব্রতর পায়ে। অথচ সে বুঝতে পারে না, তার শোষিত হবার নির্মম কাহিনী। Intention to Treat Errorএ লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়ানো মহিলা কথাই শুনতে চায় না।

০৯৯-News Illusion

দূর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক কঠোর অবস্হানের জন্য মমতাকে একটি সংস্হা The Corruption Lady খেতাবে ভূষিত করছে। তৃণমূল সমর্থক শুনেই উদ্বেল। সে সর্বদা সংবাদপত্র, টেলিভিসান, সোশ্যাল মিডিয়ায় খবর শিকারী। পুরো বাক্য শোনার ধৈর্য বা বিশ্লেষণের ক্ষমতা হারিয়েছে। এক বিজেপি ভক্তকে বললাম, সারা বিশ্ব যখন মন্দায় জর্জরিত, বিশ্ববাসী মোদীর বিকাশের কৌশল জানতে চাইছে। ভক্ত জয় শ্রীরাম বলে লাফিয়ে উঠল। News Illusionএ ফেক নিউজ রোজ শুনে শুনে ধার‍ণাটা বদলে গেছে।

খবর একটা প্রোডাক্ট, যা এক শ্রেণীর কনজিউমারের কাছে বিক্রী হয়। মাঝে বিজ্ঞাপনের বিরতির সাথে কোন ফারাক নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অমূক অমূক স্হানে এত জনের মৃত্যুর তালিকা। দুষ্কৃতিদের নাম শুনে আপনি কী করবেন? আপনি জানেন, বখরা নিয়ে চিরকাল হানাহানি খুনোখুনি হয়েছে। তবে এত আকর্ষণ কীসের? কত জন দূর্নীতিগ্রস্ত নেতা জেলে গেল? দূর্নীতি কি বন্ধ হল? সেই লোকগুলোই স্হানীয় নেতার হাতে ক্যাশ তুলে দিয়ে শান্তি কেনে। News Illusion বর্তমান বিশ্বে মারাত্মক ব্যাধি।

তারপর সন্ধ্যায় খবরগুলোকে মশলা দিয়ে রান্না করা। কোন মন্ত্রী দূর্নীতির সপক্ষে বলে বলছেন, আইন আইনের পথে চলুক। দল দায়িত্ব নেবে না। কুনাল যখন জেলে ছিলেন তখন দল একই কথা বলেছিল, আজ কুনাল বলছেন। বিরোধী নেতা বলছেন, কুনাল বলেছেন, চিটফান্ডে সবচেয়ে বেশী লাভ করেছেন নেত্রী। তিনি প্রকাশ্যে প্রত্যাহার করেননি। আজ বলছেন, নেত্রীর অনুপ্রেরণায়, ভাইপোর সেনাপতিত্বে- News Illusion বর্তমান প্রজন্মের বিশ্লেষণী ক্ষমতা কেড়ে নিচ্ছে। খবর না শুনে নিজে বিশ্লেষণ করুন।

আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা সীমাবদ্ধ। আবর্জনা জমাবেন না। তিরিশ বছর আগের মহিলা মহলের পরনিন্দা পরচর্চার দিন গেছে। আপনাকে কি ৫০০টাকার ভান্ডারের প্রত্যাশা করতে হয়? সাইকেলের জন্য হাপিত্যেশ? সন্তানের চাকরি হয়েছে? বাজারের মূল্য কী? গ্যাস কত টাকায় কিনলেন? জীবনের প্রতিদিন মোদী-মমতা আপনাদের কাছে সেই খবর পাঠাচ্ছেন। কেন মিডিয়ার মজলিশে ভরসা রাখেন? News Illusion থেকে বেরিয়ে এসে স্বাধীনতা অর্জন করুন। আপনি সব জানেন, সিদ্ধান্তও আপনার।