উত্তর ২৪ পরগনা ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এমপ্লয়ীজ ইউনিয়নের নবম জেলা সম্মেলন গত দু’দিন ধরে অনুষ্ঠিত হলো অশোকনগরের জয়জয়ন্তী সভাগৃহে। শনিবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জী। কমরেড শ্যামল চক্রবর্তী নগর ও কমরেড স্বপন বনিক মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেলা সম্পাদক অসীম চ্যাটার্জী। ২৫০ জন প্রতিনিধিদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহন করেন ২৭ জন প্রতিনিধি।  সংগঠনের রাজ্য কমিটির সাধারন সম্পাদক দীপক মিত্র অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।  বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা সোমনাথ ভট্টাচার্য্য। সম্মেলন পরিচালনা করেন পুলক কর, শুভজিৎ দাশগুপ্ত, জয়ন্ত বিশ্বাস, শিবশঙ্কর ঘোষ, সোনালী ঘোষ কে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক গোপাল দত্ত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ৮৯ জনের জেলা কমিটি ও ৩৫ জনের জেলা সম্পাদকমন্ডলী গঠিত হয়েছে। নব নির্বাচিত জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন – সঞ্জীব দে, সভাপতি নির্বাচিত হয়েছেন – শিবরাম রায়, কোষাধ্যক্ষ হয়েছেন সুদীপ বিশ্বাস। সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় অশোকনগরের গোলবাজারে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য। তিনি বলেন “চোর ধরার বদলে প্রতিবাদীদের আটক করছে এ রাজ্যের পুলিশ। তার নবতম উদাহরণ বর্ধমানের ঘটনা। শুধু জেলে আটক নয় তাদের উপরে নৃশংস আক্রমণ নামিয়ে আনছে এ রাজ্যের সরকারের পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চাইতে গিয়ে বহু বিরূপ মন্তব্য শুনতে হয়েছে, মুখ্যমন্ত্রী সরাসরি আমার নাম করে বিরূপ মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আজ হোক আর কাল হোন সব দু্র্নীতির আসল মাথা জেলে ঢুকবেই, তাকে জেলে না ঢোকানো পর্যন্ত আমার এ লড়াই থামবে না। আজকের সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জী, পার্টি নেতা বাবুল কর, সত্যসেবী কর, গোপাল দত্ত সহ সংগঠনের নেতৃত্ব। অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন আজকের এই সমাবেশে। 

সুত্রঃ গণশক্তি