নির্বাচন কমিশনের দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশের হামলা। গ্রেপ্তার বামফ্রন্টের নেতা কর্মীরা। কলকাতা পৌর ভোটে শাসকদলের হয়ে কমিশন এবং পুলিশ পক্ষপাতিত্ব করার অভিযোগে রাজ্য বামফ্রন্টের ডাকে এদিন শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল বামফ্রন্টের। সেই অনুযায়ী কর্মসূচি শুরু হতে না হতেই বাম নেতা কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। সভা ভন্ডুল করার যাবতীয় পূর্ব পরিকল্পনা আগেই নিয়ে রেখেছিল পুলিশ। সেই মতো নেতা কর্মীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। এমনকি লাঠিও চালানো হয় তাদের ওপর। এদিনের সভাস্থল থেকে রবীন দেব, কল্লোল মজুমদার, তরুণ ব্যানার্জি, সুখেন্দু পানিগ্রাহি, পলাশ দাশ, মিনতী ঘোষ প্রমুখ নেতৃবৃন্দকে আটক করে তুলে নিয়ে যাওয়া হয়। যদিও তাতে প্রতিবাদ বিক্ষেভের কর্মসূচি ভেস্তে দেওয়া যায়নি। পুলিশের এহেন জুলুমের প্রতিবাদে কমিশনের বাইরেই শুরু বিক্ষোভ প্রদর্শন। এই মুহূর্তে, নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে চলছে বিক্ষোভ।

Source- Ganashakti