দীর্ঘ ২৭ বছর পর বাংলার মাটিতে শুক্রবার থেকে বিধাননগরের ইজেডসিসি প্রেক্ষাগৃহে শুরু হয় ডিওয়াইএফআই এর ১১তম সর্বভারতীয় সম্মেলন। DYFI একাদশতম সর্বভারতীয় সম্মেলন থেকে নব নির্বাচিত সভাপতি হলেন কমরেড এ.এ.রহিম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন কমরেড হিমঘ্নরাজ ভট্টাচার্য।

DYFI নতুন কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা কমিয়ে ৮১ থেকে ৭৭ করা হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে মোট ১৫ জন যুবতী সদস্য রয়েছেন। কেরালা থেকে ১০ জন এবং বাংলা থেকে ৮ মোট জন সদস্য dyfi কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন। বাংলা থেকে কমিটিতে রয়েছেন ইব্রাহিম আলি, পারমিতা ঘোষ চৌধুরি, মীনাক্ষী মুখার্জি, দ্রুব্যজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, অয়নাংশু সরকার, সচীন খাতিব, সফিকুল সরদার।

এদিন মঞ্চ থেকে DYFI পশ্চিমবঙ্গের উদ্যোগে একটি তথ্য চিত্র দেখানো হয়, সেই তথ্যচিত্রে DYF থেকে DYFI হয়ে ওঠার গোটা যাত্রা পথের বর্ণনা দেওয়া হয়। আকর্ষণে উঠে আসে বাংলার মাটিতে ছাত্র যুব আন্দোলনের গড়ে ওঠার ইতিহাস।